মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ, স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার গাইবান্ধার কৃতি সন্তান শাহ্ আব্দুল হামিদ এর ৪৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে
রবিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি সদস্য গোলাম মারুফ মোনা’র
সভাপতিত্ব উক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি আব্দুর রশিদ সরকার, জেলা ক্রীড়া সংস্থা সদস্য মাসুদুল হক, সাধারণ সম্পাদক শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ক্রীড়াবিদ ওয়াজিউর রহমান র্যাফেল, উদীচী সভাপতি ও প্রফেসর জহুরুল কাইয়ুম, গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন, গাইবান্ধা জেলা বার এসোসিয়েশন সহ সভাপতি নিরঞ্জন কুমার ঘোষ, গাইবান্ধা শহর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক খান মোঃ সাঈদ হোসেন জসিম, শহর আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক
শাহ্ শামীম কবির সহ অনেকে।
এছাড়া গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা সদস্যরাও ছাড়াও শহর আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি গাইবান্ধা/