দেশের চলমান লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন। এতে বেকার হয়ে পড়েছে শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্দেশ মোতাবেক সারা দেশব্যাপী সুবিধা বন্ঞ্চিত শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার ২ মে সকাল ১১ টার দিকে এ কর্মসূচির আয়োজন করে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (৪৯৪) শ্রমিকরা। এসময় তারা একটি বিক্ষোভ মিছিল বের করে পলাশবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌমাথা মোড়ের ঢাকা-রংপুর মহাসড়ক আধা ঘন্টাব্যাপী অবরোধ করে বক্তব্য প্রদান করেন ।
এতে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্ছু ও দপ্তর সম্পাদক আরিফ মিয়া।
বক্তারা বলেন,করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টানা লকডাউন চলমান রয়েছে। এতে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। যার ফলে এসব পরিবহন শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে জীবিকা নির্বাহে দূরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনটি হলেও পাওয়া যায়নি সরকারি কোন সুযোগ সুবিধা। অবিলম্বে সুবিধা বঞ্চিত শ্রমিকদের সুবিধাদি প্রদানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। নইলে সড়কে পরিবহন নামাতে বাধ্য হবেন বলে হুঁসিয়ারি দেন তারা।√#