পৃথক ২টি অভিযানে ১৫৪ পিস ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
৩০ এপ্রিল ‘২১ ইং তারিখ রাত আনুঃ ৯টা ৪০ মিনিটে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার, আমিনুল,এ,এসআই মুশফিকুর, মাসুদ,জাহেরুল ও মুমিনদের সমন্বয়ে একটি টিম গোবিন্দগঞ্জ পৌরসভাধীন থানা খলশী গ্রামের মাদক ব্যবসায়ী আসামি ১। রাসেল (৩৮)পিতা আলাউদ্দিন সাং থানাখলশি থানা গোবিন্দগঞ্জ এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে তার বসত ঘরের পিছনে মাটির নিচে পুঁতে রাখা ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এর আগেই আসামি রাসেল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
একই টিম রাত আনুঃ ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী হতে ঢাকাগামী পলাশবাড়ী এক্সপ্রেস বাস গোবিন্দগঞ্জ মায়ামনি মোড়ে আটক পূর্বক তল্লাশি চালিয়ে বাসের ভিতর যাত্রীবেশী আসামি ২) সাজু(২৫) পিতা ইসাহাক মিয়া সাং বৈলর হিন্দুপাড়া থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ কে তার সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
দুই ঘটনায় উদ্ধারকৃত ১৫৪ পিস ফেনসিডিলের মূল্য অনুমান ১ লক্ষ ৮ হাজার টাকা। এ বিষয়ে পলাতক ও ধৃত আসামির বিরুদ্ধে অত্র থানায় পৃথক ২ টি মাদক মামলা রুজু হয়েছে।
বিডি গাইবান্ধা/