★সভ্যতা আজ বিপর্যয়ে★
মোহাম্মদ আমিনুল ইসলাম
————————————
সভ্যতা আজ বিপর্যয়ে থাকতে হবে ঘরে।
দিনমজুর অনাহারীর নীরব অশ্রু ঝরে।
গরীব ঘরে জন্ম নিয়ে কাঁদে যারা ক্ষুধায়।
শুন্য হাঁড়ি শিশু কাঁদে যাবে তারা কোথায়।
নীতি নীতি কথা শুনে ভরবে কিগো পেট।
মানবতা নাই যে কোথা পঁচন ধরে বিবেক।
ক্ষুধার জ্বালা বোঝে কী ভালো মন্দ বাঁধা।
ক্ষুধায় কাতর হলে ধরা লাগে গোলক ধাঁধা।
বন্দুক নলে ভাত গুজে টিপে দে ট্রিগার।
বুটের পেরেক মার বুকে কিছু চাই না আর।
আগুন জ্বলে উদর জুড়ে যখন লাগে ক্ষুধা।
শক্তি দেয় নি সইবার এই নিঠুর বসুধা।
সভ্যতা আজ বিপর্যয়ে বিত্তবানরা কোথায়?
থাকবে কিগো চুপ করে দুঃসময় আজ ধরায়।
দিনমজুর- অনাহারীর পাশে একটু দাঁড়াও।
সভ্যতার এই বিপর্যয়ে সাহায্যের হাত বাড়াও।