জাতীয় দৈনিক নতুন দিন পত্রিকায় সংবাদ প্রকাশ এর পর আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আবারো লাইসেন্স বিহীন ফার্মেসী ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদিত ভারতীয় ঔষধ রাখা সহ বিভিন্ন অপরাধে ৫ টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে গাইবান্ধা জেলা প্রশাসন সহকারী কমিশনার এনডিসি এস এম ফয়েজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার লোকমান হোসেন ও গাইবান্ধা ঔষধ প্রশাসন অধিদপ্তর তত্ত্বাবধায়ক মোঃ মেহেদী হাসান।
গাইবান্ধা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন নির্দেশে জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় গাইবান্ধা সদর উপজেলার কুপতলা স্কুলের বাজার ও সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় লাইসেন্স ব্যতীত ফার্মেসী পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদিত ভারতীয় ঔষধ রাখা সহ বাজারে যথাযথ স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক পরিধান না করায় বিভিন্ন অপরাধে ৫ টি মামলায় ১১হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দ কৃত ঔষধ সমূহ ধ্বংস করা হয়।
এর মধ্যে রাইসা রুসা ফার্মেসিকে ২হাজার টাকা, হাসান মেডিকেল স্টোরকে ২হাজার টাকা, বীনা মেডিকেল স্টোরকে ২হাজার টাকা। হাটলক্ষীপুর এর হেলথ পিল ফার্মেসি ৫০০টাকা, কুপতলা স্কুলের বাজার বকুল ফার্মেসি এন্ড খাদ্য ভান্ডারকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০২১ ইং তারিখ জাতীয় দৈনিক নতুন দিন পত্রিকার ৮ম পাতায় “গাইবান্ধায় লাইসেন্সবিহীন ফার্মেসি ব্যবসা জমজমাটঃ নেই প্রশিক্ষিত ফার্মাসিস্ট? প্রশাসনের হস্তক্ষেপ কামনা সচেতন নাগরিকের, শীর্ষক একটি নিউজ প্রকাশিত হয়। নিউজটি জেলা প্রশাসকের নজরে পড়লে তিনি দ্বিতীয় বারের মতো এই অভিযান পরিচালনা করেন। এর আগে গত ২৭ এপ্রিল মঙ্গলবার সদর উপজেলার কুপতলার গোডাউন বাজারে অভিযান চালান এনডিসি এস এম ফয়েজ উদ্দিন।
বিডি গাইবান্ধা,/