কবিতাঃ “যদি প্রাক্তন হইতি”
ঐশ্বর্য
সেও কথা রাখেনি,,,
শুন্য হয়ে গেছে ভিতরটা,,,
ব্যার্থ মনের গোপন সংকল্প,,,
গিটার টা দেয়ালে ঝুলছে,,,
বাজানোর সেই হাত ফ্রেমে বাঁধা,,,
সখি বড় হয়ে লজ্জায় কথা বলেনি,,,
এমন মানুষের বিয়োগ বিরহে বিরহীত,,,
কথা গুলো তাকে বলা হয়নি,,,
অভিমান করে চলে গেল,,,
পৃথিবীতে নেই আর তার ছায়া,,,
সে জানতে চাইনি আর,,,
কবে থেকে আলাদা পথে,,,
মনে করার চেষ্টা করা হয়,,,
তুই যদি প্রাক্তন হয়তি!
একশো বছর প্রশংসা করতাম,,,
তোর অগোছালো ইচ্ছা গুলোর,,,
হাজার টা বছর ধরে তোর চোখে চেয়ে,,,
আমার প্রতিচ্ছবি দেখতাম,,,
কি মিল ছিলো আমাদের,,,
ছোট বেলার প্রণয়ের সাথি,,,
তোর আমাকে বলা গোপন কথা,,,
এগারো বছর আগলে রেখেছি,,,
ভুলেও কাউকে বলিনি,,,
অবলীলায় আমাকে বলা অশ্লীল কথা,,,
সেই জন্যই বড় হয়ে দূরে তুই,,,
লজ্জা পাইতি আমায় দেখে,,,
নীরা চলে যাবার পর,,,
পাগলের মতো তোকে খুজেছি,,,
আমিও যে গিটারে সুর তুলতে পারি,,,
তা তোকে জানাবো বলে,,,
রাতে ডাইরীতে তোর কথা নোট করেছি,,,
মাঝরাতে কান্নার শব্দ,,,
কে যানি বললো তুই আর নেই,,,
আমার আর কথা বেরুলোনা,,,
মনে হয় হারিয়ে ফেলেছি নিজেকে,,,
কি নিস্পাপ মুখ টি তার,,,
শুয়ে আছে শেষ কৃত্যের খাটিয়ায়,,,
আমি পুষ্প অর্পন করিনি,,,
নিথর বিষাদের মুখটা পুষ্পের চেয়ে সুন্দর,,,
প্রতিভার বিদায় হলো,,,
আমার গোপন কথা বলা হলো না,,,
আমার প্রাক্তনের অবিচার,,,
নির্মম অবহেলা আমার প্রতি,,,
হাত দুটো ধরে বলতাম তোকে,,,
তোর স্মৃতি গুলো জমা আমার কাছে,,,
আমার টা তোকে বলতে পারলাম না,,,
একদিন আগেও তোকে বলতে পারলে,,,
হত্যা মামলা করতাম তাদের নামে,,,
আমি আর দেখতে পাইনি তোকে,,,
সব শাস্তি একই কারনে,,,
ভদ্র বানানো,,,
তোকে কিভাবে ভুলে গেলো সবাই,,,
আমি কিন্তু ভুলিনি,,,
কাকে বলবো লোকে তো-
আধপাগলা, বলে আদর করে আমায়,,,
তোকে যাতে না ভুলি কি করবো বল,,,
চিরকুমার থেকে,,,
পরপারে চেয়ে নেব রবের কাছে তোকে ,,,
আমি তোকে কখনো ভুলতে চাই না,,,
একদম কোনো মতেই না,,,
কত না ভালো হতো তুই যদি-
আমার প্রাক্তন হইতি!!!