বর্তমান করোনা ভাইরাস কারনে চলছে লকডাউন। এতে করে বন্ধ রয়েছে দূর পাল্লার বাস। ফলে কর্মহীন হয়ে পড়েছে পরিবহন শ্রমিকরা। তাদের কথা চিন্তা করে মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা গাইবান্ধা প্রশাসনের নিকট খাদ্য সহায়তা প্রেরণ করেছেন।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে শহরের স্টেডিয়াম মাঠে কোভিড-১৯ পরিস্থিতে কর্মহীন ও অসহায় হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী খাদ্য সহায়তা বিতরণ করেছেন প্রধান অতিথি হিসাবে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এতে প্রায় ৫শ জন শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল ৫কেজি, আলু ৩কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ৫শ গ্রাম।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে আলোচনায় তিনি বলেন- কোভিড-১৯ পরিস্থিতে কর্মহীন ও অসহায় হয়ে পড়া পরিবহন শ্রমিকরা বেকার হয়ে পড়ায় তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন।
শুধু তাই নয় পরবর্তীতে তারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে নগদ অর্থ সহায়তা পাবে। পরিবহন শ্রমিকদের তালিকা রয়েছে সেই অনুযায়ী তারা নগদ টাকা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়েছিল বলেই আজ তারা ঘরে বসে নগদ অর্থ সহায়তা পাবে। সে সাথে তাদেরকে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধী মেনে চলার অনুরোধ জানান।
এ সময় গাইবান্ধা গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,। অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমান, সহকারী কমিশনার এনডিসি এস এম ফয়েজ উদ্দিন, গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল ইলিয়াছ জিকু,গাইবান্ধা জেলা মটর মালিক সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, জেলা মটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জামিন,
সহকারী কমিশনারদের মধ্যে সহকারী কমিশনার ভূমি নাহিদুর রহমান,সহকারী কমিশনার সাহিদুর রহমান, শাহীন দেলোয়ার, লোকমান হোসেন, জুয়েল মিয়া, ইফতেখার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান সহ অনেকে। এটি চলমান থাকবে।