গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে “ফুলছড়ি ক্রিকেটার্স” এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৭শে এপ্রিল) বিকালে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে গরীব-অসহায়,দরিদ্র,দিনমজুর,প্রতিবন্ধী সহ ৭০টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চিনি-১কেজি, সেমাই-১কেজি, মুড়ি-১/২কেজি, আলু-২কেজি, পিঁয়াজ-১/২, ডাল-১/২কেজি, তেল-৫০০মিলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর ছাত্তার, “ফুলছড়ি ক্রিকেটার্স” এর প্রতিষ্ঠাতা আশিকুর রহমান মুন, সভাপতি আশিকুর রহমান শান্ত, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন মিম, জাহিদ প্রমূখ।