গাইবান্ধায় অসহায় কর্মহীন মানুষের মাঝে জেলা
যুবলীগের খিচুরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনাকালীন ও পবিত্র রমজান উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে অসহায় কর্মহীন মানুষের মাঝে খিচুরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার বিকেলে শহরের ১ নং ট্রাফিক মোড়ে জেলা যুবলীগের নেতৃবৃন্দ ৫শ’ অসহায় কর্মহীন মানুষের মাঝে এসব বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, সদর উপজেলা যুবলীগের আহবায়ক আবু বক্কর কাজল, যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ হারুন, মুকুল মিয়া, শহর যুবলীগের আহবায়ক শাহনেওয়াজ পলাশ, যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম পলাশ সহ জেলা, সদর উপজেলা ও শহর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।