জাতীয় দৈনিক ‘সংবাদ’ এর গাইবান্ধা জেলা প্রতিনিধি ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন (৫৩) মঙ্গলবার সকাল সোয়া নয়টায় বার্ধ্যক্ষ জনিত কারণে মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ….রাজেউন)। গাইবান্ধা শহরের মধ্য পাড়ায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
তিনি গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। রিজনের মৃতদেহ শ্রদ্ধা জানাবার জন্য মঙ্গলবার সিপিবি অফিসের সামনে বেলা দুইটায় এবং উদীচী জেলা সংসদের সামনে দুপুর আড়াইটায় রাখা হয়। বাদ আছর গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
মাহমুদুল গণি রিজন প্রয়াত ব্যাংক কর্মকর্তা সুজাউদদৌলা বাদশা মিয়ার তৃতীয় সন্তান। ব্যক্তিগত জীবনে নি:সন্তান রিজনের স্ত্রী আলহামরা লায়লা শাপলা গাইবান্ধা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
তার মৃত্যুতে গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি শামীম উল হক শাহীন,কোষাধ্যক্ষ গৌতমাশিষ গুহ সরকার, ক্রীড়া সম্পাদক ফয়সাল জনি, পাঠাগার সম্পাদক সঞ্জয় সাহা, সদস্য প্রিন্স আহমেদ, ফারহান শেখ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দিপু, কোষাধ্যক্ষ স্বপন সাহা সহ বিভিন্ন সামাজিক, দলীয় ও সাংস্কৃতিক সংগঠন সদস্যরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিডি গাইবান্ধা