“গাইবান্ধায় লাইসেন্সবিহীন ফার্মেসি ব্যবসা জমজমাটঃ নেই প্রশিক্ষিত ফার্মাসিস্ট? প্রশাসনের হস্তক্ষেপ কামনা সচেতন নাগরিকের শীর্ষক” সংবাদটি গত ২১ এপ্রিল বুধবার জাতীয় দৈনিক নতুন দিন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ২৬ এপ্রিল ২০২১ ইং তারিখ বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন নির্দেশে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের গোডাউন বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এনডিসি মোঃ এসএম ফয়েজ উদ্দিন।
অভিযাকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ মেহেদী হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইফতেখার রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অনেকে।
এসময় গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গোডাউন বাজারে ৪টি ফার্মেসী দোকানের লাইসেন্স না থাকা ও একটি দোকানে সঠিকভাবে ঔষধ সংরক্ষণ না করায় ৫ টি মামলায় মোট ১৩হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে ১ হাজার টাকা করে দুটি দোকান, একটিতে ১ হাজার ৫শ টাকা, অপর দুটিতে ৫ হাজার করে ১০ হাজার টাকা।
জনসচেতনতা সৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এনডিসি মোঃ এসএম ফয়েজ উদ্দিন ও গাইবান্ধা ঔষধ প্রশাসন অধিদপ্তর ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি গাইবান্ধা/