করোনাকালীন গার্মেন্টস শ্রমিক, গৃহশ্রমিকসহ সকল শ্রমজীবী নারীর খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, এনজিও ঋণ মওকুফ মহাজনী সুদী কারবার বন্ধ সহ ৬দফা দাবী বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৫ এপ্রিল ২১ ইং তারিখ রবিবার
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২ টায় ১ নং রেলগেটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি সুভাষীনি দেবী, সাধারন সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠক লীজা উল্যা, রাহেলা সিদ্দিকা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, করোনা ভাইরাসের অতিমারী গোটা বিশ্ব কে নাড়িয়ে দিয়েছে। ভাবিয়ে তুলছে প্রান।। প্রকৃতি পরিবেশ রক্ষার যৌক্তিকতা। ভাইরাস প্রতিরোধে সময়োপযোগী কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরও নাজেহাল,জনজীবনে ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজ করছে। বাংলাদেশে তা আরও প্রকটভাবে দৃশ্যমান।অর্থনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রেই তীব্র সংকট ঘনীভূত। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে, গ্রাম শহরে শ্রমজীবি মানুষ খাদ্য চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে। বিশেষত নারীও শিশুরা চরম দূর্ভোগের শিকার। বেঁচে থাকার জন্য নুন্যতম খাদ্য ঘরে নাই,মাথার উপর এনজিও ঋনের কিস্তি, মহাজনী সুদের চাপে মানুষ দিশেহারা,সহায় সম্বলহীন রিক্ত নিঃস্ব মানুষের যাবার জায়গা নাই কোথাও।
দেশের এহেন নাজুক পরিস্থিতিতে যারা কলের চাকা ঘোরায়, ক্ষেতে ফলা চালায়,উদয়াস্ত শ্রম করে সকলের মুখের আহার জোগায় সে সকল সম্মানিত মানুষদের বাচিয়ে রাখতে, জীবন-জীবিকা সচল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান। এছাড়া গাইবান্ধা জেলার একমাত্র হাসপাতাল মা ও শিশু কেন্দ্র ( মাতৃসদন) দীর্ঘদিন কতৃপক্ষের গাফিলতির কারনে কোন ডাক্তার নেই।চরম দূর্ভোগে পড়ছে গর্ভবতী মায়েরা। অবিলম্বে ডাক্তার নিয়োগের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান। শেষে একটি প্রতিনিধি টিম গিয়ে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
বিডি গাইবান্ধা/