গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার নুনিয়াগাড়ী গ্রামের (জনতা ব্যাংক এলাকার) বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপের ছেলে প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ (১৭) কে লাইট চুরি মিথ্যা অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন করার অভিযোগ উঠেছে। আহত প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ (১৭) বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।
সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান,আহত জোবায়েদ নাভিদ মুগদ্ধ (১৭) শরীরে বিভিন্ন অংশে রক্ত জমাট ও চিহৃ বিহীন আঘাত রয়েছে। বর্তমান সময় ভালো থাকলেও ভবিষ্যৎ এর জন্য হুমকি হয়ে দাড়াবে এ আঘাত ।
জানা যায়, ২৩ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় পৌর শহরের বাড়ী হতে প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ (১৭) শিমুলিয়া বাজার এলাকায় যায়। সেখানে বিকাল ৫ ঘটিকার সময় শিমুলিয়া বাজারের আব্দুর রহমানের ছেলে মারুফের দোকান হতে লাইট চুরি অপবাদে দফায় দফায় নির্মম নির্যাতন করে আহত করা হয়। মারুফ ও স্থানীয় ৬ হতে ৭ জন ব্যক্তি তাকে খড়ি,গাছের ডাল দিয়ে ব্যাপক মারধর করে আহত করে। এসময় কিশোরগাড়ী ইউনিয়নের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কিশোরগাড়ী বাজার হতে পলাশবাড়ী আসার পথে শিমুলিয়া বাজারের আসার পর উক্ত ঘটনাটিতে প্রতিবন্ধি মুগদ্ধ কে চিনতে পেরে উদ্ধার করে নিয়ে পৌর শহরের বাসায় নিয়ে আসে ।
এরপর বাসা এসে প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ (১৭) মুখে শুনে শরীরের কাপড় খুলে আঘাতে চিহৃ গুলো দেখতে পারে এবং শরীরের বিভিন্ন অংশে ব্যাথায় কাতরাতে থাকে এমতবস্থায় পরিবারের সদস্যরা আহত প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ (১৭) কে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ র পিতা আলী রেজা মোস্তফা গোলাপ জানান, সে তো বলতে পারে না কাদতে পারে না তাকে তারা মেরেছে সে তো আমাদের বলতে পারে না স্পস্ট করে। তাকে তারা শুধু মেরে গেছে সে প্রানে বেচে গেছে। তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে এটা প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ (১৭) কে দেখলেই বোঝা যাচ্ছে।
এমন নির্মম নির্যাতনের খবরে পলাশবাড়ী পৌরসভার মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব হাসপাতালে প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ (১৭) কে দেখতে যান। এসময় তিনি আহত প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ (১৭) এর স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের নিকট খোজ খবর নেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কুমার মিত্র,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রাসেল মাহমুদ তাপস,মহদীপুর ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম। এরপর পৃথক ভাবে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশাসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আহত প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ (১৭) কে দেখতে যান তার চিকিৎসার খোজ খবর নেন। এঘটনায় প্রতিবন্ধি জোবায়েদ নাভিদ মুগদ্ধ এর পরিবারের পক্ষ হতে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। এদিকে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে,নির্যাতনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করে দৃষ্ঠান্ত মুলক শাস্তি দাবী করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সচেতন মানুষ।