গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সীচা সোনার পাড়া গ্রামে মৃতঃ মেনহাজ্ব উদ্দিন পুত্র মমিনুর রহমান জামান পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলকৃত জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে তার দ্বিমাতা ভাইদের বিরুদ্ধে।
এতে করে মমিনুর রহমান জামান সঠিক বিচারের জন্য জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শুক্রবার শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংবাদ সম্মেলন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মমিনুর রহমান জামান মা মর্জিনা খাতুন, তার ভাই মোশাররফ হোসেন, শাহ আলম, মিজানুর রহমান, আবু রায়হান, আনারুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে তিনি জানান- দীর্ঘদিন থেকে সে সুন্দরগঞ্জ উপজেলার সীচা চৌরাস্তার ২০০ গজ উত্তরে রাস্তা সংলগ্ন ১১৯৫ ও ৭৯৩৩ দুই দাগে ১৫ শতক জমি সে সহ তার মা মর্জিনা খাতুন ভোগ দখল করে আসছিল। এর মধ্যে ১১৯৫ দাগের ১১ শতক জমি থেকে তার মা মর্জিনা খাতুন ৯ শতক জামিনুর রহমানকে লিখে দেয়। এতে করে দীর্ঘদিন থেকে জামিনুর রহমান এর দ্বিমাতা কছিরন বেগম এর ৩ ছেলে জমি দখলের পায়তারা করে আসছে। এর আগে স্থানীয় চেয়ারম্যান, উপজেলা পরিষদ সহ গনমান্য ব্যাক্তিদের মাধ্যমে আপোষ মিমাংসা হয়। কিন্তু তারপরও তারা বিভিন্ন সময় মমিনুর রহমান এর পরিবারের লোকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। পরে চলতি সালের ১৯ এপ্রিল বিকেলে দ্বিমাতা ভাই নাজমুল হুদা বাবু, সাইফুল রহমান রঞ্জু ও রাজা মিয়া দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীঘর ভাংতে আসে। এসময় এলাকার লোকজন এগিয়ে আসলে হুমকি প্রদর্শন করে চলে যায়। বর্তমানে মর্জিনা খাতুন সহ তার ছেলে মমিনুর রহমান মমিন নিরাপত্তাহীনতায় দিন কাটছে। এর আগে গতবছর মমিনুর বসতবাড়ীতে হামলা চালালে তারা আহত হন। বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছে। তারা এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসন সহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিডি গাইবান্ধা/