করনা ভাইরাসের কারনে চলছে লকডাউন। এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকার কথা থাকলেও অনেকে প্রশাসনের সাথে লুকোচুরি করে খুলছে দোকান। মানছেনা লকডাউন। জেলা প্রশাসন থেকে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করার পরও ব্যবসায়ীরা যেন সচেতন হচ্ছেনা। মানছেনা স্বাস্থ্য বিধি। সে সাথে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খুলছে।
২১ এপ্রিল গাইবান্ধা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন এর নির্দেশে করোনা সংক্রমণ ও বিস্তার রোধকল্পে জনসচেতনতা সৃষ্টিতে গাইবান্ধা শহরের কলেজ রোড, রেলস্টেশন, নিউমার্কেট ও মধ্য পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নাহিদুর রহমান ও সহকারী কমিশনার শাহীন দেলোয়ার।
এসময় জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং যথাযথ স্বাস্থ্য বিধি না মানা, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা সহ মাস্ক পরিধান না করায় বিভিন্ন অপরাধে ১০ টি মামলায় ব্যবসায়ীদের নিকট ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি গাইবান্ধা/