” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি মানুষ কি পেতে পারেনা? এমনই একটি মানবিক গুনাবলির পরিচয় দেখালেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটি ইউনিয়নের খান পাড়া গ্রামের বাসিন্দা গরীব, অসহায় প্রতিবন্ধী তমছের আলী (৬০) কে বুধবার সকালে জেলা প্রশাসক অফিস কক্ষে হুইল চেয়ার, নগদ টাকা ও পড়নের লুঙ্গি সহায়তামূলক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারদের মধ্যে (এনডিসি) এস, এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার শাহীন দেলোয়ার, জুয়েল মিয়া, ইফতেখার রহমান, মৌমিতা গুহ ইভা, জান্নাতুল ফেরদৌস উর্মি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জানা গেছে- তমছের আলী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটি ইউনিয়নের খান পাড়া গ্রামের জমসের খানের পুত্র। তার পিতার মৃত্যুর পর একই গ্রামে বোনের বাড়িতে বোন, ভগ্নিপতি, ভাগ্না, ভাগ্না বউ সহ থাকেন তিনি। জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে বিবাহ করেননি তিনি। প্রতিবন্ধী হবার কারণে দুটি পা অচল। এতে করে চলাচল করতে হয় হাটুতে ভর করে। ইতিমধ্যে তার নামে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড হয়েছে। এর আগে একটি হুইল চেয়ার তার থাকলেও সেটা অকেজো হয়ে পড়ে। ফলে চলাচল করতে কষ্ট হতো তার। এতে করে নতুন একটি হুইল চেয়ার প্রয়োজন হয় তার। এ নিয়ে গাইবান্ধা শহরের স্থানীয় দৈনিক মাধুকর পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন এর দৃষ্টি গোচর হয়। পরে তিনি তমছের আলীকে তার অফিস কক্ষে ডেকে এই হুইল চেয়ার বিতরণ করে তিনি তার মানবিক গুনাবলির পরিচয় দেন।
বিডি গাইবান্ধা/