করনা ভাইরাসের কারনে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সারাদেশের ন্যায় গাইবান্ধায় পালিত হচ্ছে লকডাউন। এতে করে লকডাউন অমান্য ও স্বাস্থ্য বিধি না মানায় গাইবান্ধা জেলা প্রশাসন প্রতিদিন গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করছেন। তারপরও মানুষ যেন সচেতন হচ্ছে না।
১৭ এপ্রিল গাইবান্ধা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন এর নির্দেশে করোনা সংক্রমণ ও বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং জনসচেতনতা সৃষ্টিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ও সচেতনতামূলক মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট ( এনডিসি) এস,এম ফয়েজ উদ্দিন। মোবাইল কোট পরিচালন করেন।
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী বাজার, বাদিয়াখালি রেলস্টেশন ও ত্রিমোহনী এলাকায় যথাযথ স্বাস্থ্য বিধি না মানা, নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার (স্টুডেন্ট কেয়ার) ও দোকান খোলা এবং মাস্ক পরিধান না করা সহ বিভিন্ন অপরাধে ৪ টি মামলায় ১৫হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি গাইবান্ধা/