গাইান্ধার সাদুল্লাপুরে লটারীর মাধ্যমে যত্ন প্রকল্প (আইএসপিপি) এর ভাতাভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজের সভাপতিত্বে লটারী অনুষ্ঠিত হয়। যত্ন প্রকল্পে সচ্ছতার লক্ষ্য উদ্দেশ্যে লটারীর মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ জাতীয় সংসদের গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সম্মতিক্রমে । সারা বাংলাদেশের কোন জায়গায় যত্ন প্রকল্পে লটারীর মাধ্যমে ভাতাভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এই প্রথম ও একমাত্র গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এটা সম্ভব হয়েছে। ১১টি ইউনিয়নে ১৭০০জন অসহায় হতদরিদ্র এই ভাতা কার্ডের সুবিধা ভোগ করবেন।
উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এটিএম দিদারুল ইসলাম মাসুদ, বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল জলিল, এমপির প্রতিনিধি এ্যাড. আনোয়ারুল ইসলাম আজিম, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল, সাংবাদিক আমিনুর রহমান, দামোদর পুর ইউনিয়নের চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, কামারপাড়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম, বনগ্রাম ইউপি চেয়ারম্যান শাহিন সরকার, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আজম, সিও আব্দুল বারী, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।