শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীর বেতন ফি মওকুফ, শ্রমজীবী জনগণের খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা, সবার জন্য করোনা ভ্যাকসিন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত সহ ৩দফা দাবিতে গাইবান্ধা শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১৩এপ্রিল বেলা ১২টায় সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।
বক্তারা বলেন- করোনা কালীন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ, পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গাইবান্ধা শহরের আফজাল সুজ এর সাবেক স্বত্বাধিকারী হাসান আলীর হত্যাকারী পুলিশ সহ সকল জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, মেসভাড়া-বাড়িভাড়া মওকুফে রাষ্ট্রীয় বরাদ্দের দাবি জানান।