গাইবান্ধার সাদুল্লাপুরে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা চত্বরে ১২ টি কৃষক সমিতির সভাপতির হাতে ধান মাড়াই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। বিতরণ করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজ, বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহসভাপতি ও এমপির প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুল জলিল, এমপির প্রতিনিধি এ্যাড. আনোয়ারুল ইসলাম আজিম, সহ সভাপতি খন্দকার জিল্লুর রহমান, কৃষি অফিসার খাজানুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।