দরিদ্র পরিবারের সন্তান দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রী সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বুজরুক পাটানোছা গ্রামের মোঃ ফিরোজ কবির আকন্দের মেয়ে মোছাঃ ফেন্সি আক্তারের বই কেনার টাকা নেই। কিন্তু তার লেখা-পড়ার প্রতি আগ্রহের কমতি নেই। তাই বই কিনে চেয়ে রোববার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ এর কাছে ফোন করেছিল এই ছাত্রী। ফোন পেয়ে সোমবার দুপুরে বই খাতা কলম কিনে নিয়ে ছাত্রীর বাড়ীতে হাজির হন ইউএনও নবীনেওয়াজ। তিনি বই গুলো তুলে দেন ছাত্রীর হাতে। এমন সেবা পেয়ে আবেগে ওই ছাত্রীর বাবা প্রশ্ন করেছেন দেশের সব কর্মকর্তা যদি এভাবে মানুষের সেবায় এগিয়ে আসতেন?অত্র সাদুল্লাপুর উপজেলায় ইউএনও নবীনেওয়াজ যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে আত্মনিয়োগ করেন।তিনি উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। এমন ইউএনও কে পেয়ে উপজেলাবাসি ধন্য বলে মনে করেন। অনেকে বলেন এমন একজন উপজেলা ইউএনও আমরা এর আগে পাইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ এর দীর্ঘ্যায়ু কামনা ও দোয়া করেন ফেন্সি আক্তারের মা বাবা।