গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কম্বাইন হারভেস্টার(ধান কাঁটা,মারীর) মেশিন বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব । ২০২০-২১ অর্থ বছরে বোরো মৌসুমে কৃষি ক্ষাত ও কৃষকের ৫০% উন্নয়ন সহায়তা প্রদনার লক্ষ্যে সাদুল্লাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা চত্বরে এই কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। সরকারি ভুর্তিকিকৃত এই মেশিনটি ৩৩ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের রেজাউল করিম রেজা। এসময় উপস্থিত ছিলেন – বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহ -সভাপতি ও সহকারী অধ্যাপক আব্দুল জলিল, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবীদ আবুল কালাম আজাদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, সাদুল্লাপুর কৃষকলীগের সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও যুগ্ম সাধারন সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
উল্লেখ্য থাকে যে, এই মেশিন দিয়ে এক দিনে প্রায় বিশ একর জমির ধান কাঁটা মারী করা যাবে। এতে কৃষকের সময়, পরিশ্রম ও খরচ কম হবে।
উপজেলা চেয়ারম্যান বিপ্লব বলেন- এই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা খুব সহজে অল্প সময়ে সিমিত খরচে
ধান কাঁটা মারী করতে পারবেন। আমাদের প্রধানমন্ত্রী কৃষিক্ষাতে উন্নয়ন করতে ভুর্তিকি দিয়ে এই মেশিন ক্রয় করে কৃষকের মাঝে বিতরণ করলেন।