গাইবান্ধায় ন্যায্যমূল্যে শহরের বঙ্গবন্ধু ম্যুরালের কাছে ৮ এপ্রিল সকালে ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রির শুভ উদ্বোধন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
জেলা প্রশাসন ও প্রানী সম্পদ আধিদপ্তরের উদ্যোগে সাধারন মানুষের মাঝে প্রানীজ পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে
বাজার স্থিতিশীল সহ ন্যায্যমূল্যে শহরের বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাছুদুর রহমান, পৌর মেয়র মতলুবর রহমান, ডেইরি ফার্ম মালিক সমিতির সভাপতি প্রতাব ঘোষ, শ্রমিকলীগ নেতা আব্দুল করিম, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, আ.লীগ নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলা শহর সহ শহরের আশেপাশের এলাকায় প্রতিদিন ১ টন দুধ ও ১০ হাজার ডিম ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। ভ্রাম্যমান ন্যায্যমূল্যের দোকান থেকে প্রতি লিটার দুধ ৪৮ টাকা ও ৬ টাকা করে ৪টি ডিম ক্রেতা সাধারনের মাঝে বিক্রি করা হবে।
বিডি গাইবান্ধা/