গাইবান্ধা জেলা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়াহাট বাজার প্রাণকেন্দ্র জায়গায় রাস্তার উপর প্রকাশ্যে দিবালোকে এক সাংবাদিক কে ৪/৫ জন মিলে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় ফেলে মারপিটের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২ মিনিটের ভিডিও ভাইরাল”জেলা জুড়ে তোলপাড় “
গাইবান্ধায় জুয়ারীর আসর ও জুয়াড়িদের সম্পর্কে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সুমন মন্ডলকে পিটিয়ে জখম।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) গুরুতর আহত সাংবাদিককে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টার দিকে সাংবাদিক সুমন মন্ডল গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামের বাড়ি থেকে গাইবান্ধা যাওয়ার সময় হামলাচালায়। এতে আর্ত চিৎকারে বাঁচার আহাজারি করে সাংবাদিক সুমন মন্ডল । সাথে মটর সাইকেলটিও তারা ভাংচুর করে। হামলাকারীরা পুলিশের তালিকা ভুক্ত পেশাদার জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী – লিটন, নাজমুল, সেলিমসহ কয়েকজন
গুরুতর আহত অবস্থায় আহত সুমন মন্ডলকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুমন রংপুর সংবাদ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জাগো জনতা জেলা প্রতিনিধি এবং অনলাইন একটি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ও সি মাহফুজুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে তিনি বলেন, তিনি ঘটনা শুনেছেন এবং মামলা দিলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় গাইবান্ধার সাংবাদিকরা হামলার নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান ।