গাইবান্ধার সুন্দরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অবিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলকা ইউনিয়নের তিস্তার চরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- উপজেলার শান্তিরাম ইউনিয়নের পূর্ব শান্তিরাম গ্রামের এছাহাক আলীর ছেলে মিজানুর রহমান (৩৫) ও একই গ্রামের মৃত নবাব উদ্দিনের ছেলে আখের আলীকে (৩৫) গ্রেফতার করে। এছাড়াও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখান মিস্ত্রিটারী গ্রামের হাবিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও একই গ্রামের নুরুজ্জামানের ছেলে জহুরুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাতে মাদক চোরাচালানের সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ও সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এতে মাদক চোরাচালান করার সময় হাতেনাতে চারজন মাকদ কারবারিকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির কথা স্বীকার করে তারা। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজন মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়।