গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তার চেক ও ঢেউটিন বিতরন করা হয়েছে।
আজ বুধবার (০৭ এপ্রিল) ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন উপজেলা চত্বর হতে এরেন্ডাবাড়ি ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ জনের হাতে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকার চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার (০৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলায় দেড় ঘণ্টার বৃষ্টিহীন কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঝড়ে ফুলছড়ি সহ সদর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলায় অন্তত চার সহস্রাধিক ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। ঝড়ে নষ্ট হয় উঠতি ফসল। এ সময় গাছ ভেঙে এবং দেওয়াল চাপা পড়ে ফুলছড়িতে ২জন সহ জেলায় ১২ জনের প্রাণহানি ঘটে।