সরকার ঘোষিত দ্বিতীয় দফার লকডাউনের প্রথম দিন অল্পসংখ্যক চললেও তৃতীয় দিনে গাইবান্ধা শহরের প্রধান সড়ক ডিবিরোডে সাধারণ দিনের মত যত্রতত্র ভাবে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক। এতে করে মনেই হচ্ছেনা যে লকডাউন চলছে। তবে গাইবান্ধার বিভিন্ন স্থানে অটোচালকদের সাথে করনা ভাইরাস নিয়ে কথা ট্রাফিক পুলিশকে কথা বলতে ও বিভিন্ন চালক ও মানুষের মাঝে মাস্ক বিতরণ করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে।
এ বিষয়ে গাইবান্ধার কিছু সচেতন মহল নাম প্রকাশ না করার শর্তে দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিবেদক কে বলেন- লকডাউন বাস্তবায়নে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দিলেও কাছ করছে না গাইবান্ধা সদর থানা পুলিশ সদস্য ও অফিসার ইনচার্জ সহ অন্য কর্মকর্তারা।
গত বছর করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে পুলিশের উপস্থিতি ও কার্যক্রম ছিল লক্ষ্যনীয়। এর আগের সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার সহ তার নেতৃত্বে পুলিশ সদস্যরা লকডাউন বাস্তবায়নে যথেষ্ট ভূমিকা রাখলেও বর্তমানের অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান এর ব্যক্তি উদ্দোগে কোনো কার্যক্রম চোখে পড়েনি। সদর থানা পুলিশের থেকে ট্রাফিক পুলিশ সদস্যরা ভাল কাজ করছে। এ বিষয়ে পুলিশ সুপার দৃষ্টি কামনা করেছেন তারা।
ছবিটি বুধবার সকালে শহরের হকার্স মার্কেট সংলগ্ন ১নং ট্রাফিক মোড় থেকে তোলা। ছবিঃ সঞ্জয় সাহা।
বিডি গাইবান্ধা/