গাইবান্ধার সাদুল্লাপুরে বাতিঘর সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে বাতিঘর সাহিত্য পত্রিকার ১ম বর্ষে ১ম সংখ্যা প্রকাশ উপলক্ষে আলোচনা ও মোড়ক উন্মোচন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সভাপতি নবীনেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন ও বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাতিঘর সাহিত্য পত্রিকার প্রধান উপদেষ্টা আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।
বক্তব্য রাখেন কবি সরোজ দেব, বাতিঘর সাহিত্য পত্রিকার সম্পাদক খন্দকার জাহিদ সরওয়ার, সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সহ সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল, খন্দকার জিল্লুর রহমান ও শামসুজ্জোহা প্রামাণিক রাঙ্গা, সদস্য তাজুল ইসলাম রেজা প্রমুখ।
কবি সরোজ দেব বলেন – পাঠাগার এবং ক্লাব এক জিনিস না। দুটো ভিন্ন। তাই এদুটোকে আলাদা করে প্রতিষ্ঠিত করার আহবান করেন তিনি।