নিয়মিত মাস্ক ব্যবহার করি,
করোনা মুক্ত বাংলাদেশ গড়ি।
উক্ত শ্লোগানে পূর্বগোপিনাথপুর বাজারের প্রজন্ম তরুন সংঘের উদ্দোগে ০৬/০৪/২০২১ইং দুপুরে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ১নং কিশোরগাড়ি ও ২নং হোসেনপুর ইউনিয়নের,মেরিরহাট, হাসবাড়ি, কাশিয়াবাড়িসহ প্রত্যন্ত পল্লী, বাজার এলাকা, এবং সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরন কর্মসূচী পালন করেন।পূর্বগোপিনাথপুর গ্রামের একঝাক উদ্দোগী তরুনের সার্বিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এ সংগঠনটি এলাকা তথা পুরো উপজেলায় সমাজ সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল আলিফ বলেন আমরা প্রায় ১ বছর হলো পুরো পলাশবাড়ী উপজেলা জুড়ে কার্যক্রম চালিয়ে আসছি। তারই অংশ হিসেবে করোনা থেকে সুরক্ষা পেতে আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন স্যারের উপহার হিসেবে পাঠানো মাস্ক উপজেলার সব ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করবো।ইনশাআল্লাহ।তার ইচ্ছা অত্র সংগঠনকে সমাজের জন্য যে কোনো সমস্যা তাদের সাধ্য মত সহায়তা দিয়ে পাশে দাড়াতে চায়। তারা পর্যায়ক্রমে পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নে এ মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানায়। এ রকম স্বেচ্ছাসেবী সংগঠনকে কাছে পেয়ে এলাকার অনেক সচেতন মানুষ তাদের জন্য দোয়া ও শুভ কামনা করেন।আগামীতে তারা আরো ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রজন্ম তরুণ সংঘের সদস্য ফাহিম হাসান তুহিন,মিজানুর রহমান মিজান,সানজিদ হোসাইন সহ অনেকে।
বিডি গাইবান্ধা /শফিকুল ইসলাম সাগর