গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া এলাকায় চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী শাহারিন খন্দকার (১২)কে ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি মধ্যবয়সী সোলেমান আলীর বিরুদ্ধে।
এ ঘটনায় কিশোরীর মা ফরিদা বেগম বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়,চলতি সালের গত ২রা এপ্রিল দুপুরে কিশোরীর মা অন্যের বাড়িতে ‘ঝি’ এর কাজে যান। এ সময় প্রতিবেশি ওই লোক তাদের বাড়িতে যায়। সেসময় ছাত্রীর বাড়িতে ছিল তার ছোট দুই বোন।
বৃদ্ধ লোকটি কিশোরীর ছোট দুই বোনকে ফুসলিয়ে চিপস্ ও চকলেট দেয়। পরে তাদের টেলিভিশন দেখতে বলে। পরে বার বছরের স্কুলছাত্রীকে ডেকে আরেকটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
ওই স্কুলছাত্রী সদরের নারায়নপুর সুখনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে মামলা করেছেন। আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।