গাইবান্ধা শহরের পুরাতন বাজারে, ৫ এপ্রিল দিবাগত রাত মঙ্গলবার ভোরে অগ্নিকান্ডে ১০ টি দোকান ভস্মিভুত হয়েছে।
এতে অন্ততো ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ,মঙ্গলবার ভোর ৫ টার দিকে শহরের পুরাতন বাজারের সুপারি পট্টি ও গালামালের দোকান সংলগ্ন বাজারের মাঝখানের গলির গালামালের দোকানে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয় পড়লে লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে ।
আগুনে অন্ততো ১০ টি দোকানের মালামাল ভস্মিভুত হয়। সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানান বাজার এর স্থানীয়রা।
বিডি গাইবান্ধা/