বৃষ্টিবিহীন কালবৈশাখীর তান্ডবে গাছচাপায় ৩ জনের মৃত্যু সহ গাইবান্ধার ব্রীজরোড কালিবাড়ী পাড়া, সদর উপজেলার বালুয়া বাজার এলাকা সহ বিভিন্ন এলাকা ও উপজেলার বাসাবাড়ির ঘর, দোকানপাটের চাল উড়ে যাওয়া সহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
গাইবান্ধার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে-গাইবান্ধা শহরের ব্রীজরোড কালিবাড়ী পাড়া, মধ্য পাড়া, সদর উপজেলার বালুয়াবাজার সহ বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ঘর,রান্নাঘরের চাল,বাউন্ডারি টিনের বেড়া,বৈদ্যুতিক তার, পোল পড়ে যাওয়া, দোকানের চাল উড়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে৷
এরই মধ্যে সুন্দরগঞ্জ ও পলাশবাড়ীর ঢোলভাঙা এলাকায় গাছ উপড়ে পড়ে যাওয়ায় গাছের নিচে চাপা পড়ে ঢোলভাঙার জাহানারা(৫০)নামে এক বৃদ্ধা সহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখা অবধি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল।
এ বিষয়ে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান- গাইবান্ধায় হটাৎ করে বৃষ্টিবিহীন কালবৈশাখীর ঝরে পুরা গাইবান্ধায় বৈদ্যুতিক পোল পড়ে ও তার ছিড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কয়েকটি টিম কাজ করছে। তবে কখন নাগাদ বিদ্যুৎ সংযোগ সচল হবে তা এখনি বলা যাচ্ছেনা।
উল্লেখ্যঃ ৪ এপ্রিল রবিবার দুপুর ২টা ৪৫ মিনিট হতে প্রবল বেগে এ বাতাস বইতে শুরু করে।গাইবান্ধা জেলা শহরসহ পাশ্ববর্তী উপজেলাগুলোতে এ বাতাস প্রবাহিত হয়েছে। এর আগে গাইবান্ধার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়,পরে বাতাস বইতে শুরু করে। এ বাতাসে ব্যাপক ধূলা উড়েছে।
বিডি গাইবান্ধা/