গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ উপজেলার কলেজ মোড়স্থ বিপ্লবের দোকানের সামনের বারান্দায় গতকাল রাত ১২.৩০ টার সময় একজন অসহায় মহিলাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকা দেখতে পেয়ে বিষয়টি সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান(বিপুল) এর দৃষ্টিতে আসলে উক্ত মহিলাকে চিকিৎসার জন্য সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
অসহায় এই মহিলাকে জিঙ্গাসাবাদে তিনি তার নাম ধলি বেওয়া বলে জানান। বয়স আনুমানিক ৬০ বছর। মহিলাটির স্বামীর নাম মৃত নীল বলে জানান। বাড়ি কোথায় জিজ্ঞাস করলে কখনো বলে দিনাজপুর জেলার চিরির বন্দর থানা আবার কখনো বলে সুন্দরগঞ্জ! উপস্থিত লোকজনদের জিঙ্গাসাবাদে জানা যায় উক্ত বৃদ্ধা মহিলা গত ৫/৬ দিন ধরে সুন্দরগঞ্জ বাজারে ঘোরাফেরা করছে। বৃদ্ধা মহিলা অনাহারে অর্ধাহারে থেকে শারিরীক ভাবে দূর্বল হয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাকে খাবার দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিষয়টি সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর আই ডি থেকে মহিলাটির পরিবারের লোকজনদেরকে জানানো মর্মে পোস্ট করা হয়। তারপর বিষয়টি বিডি গাাইবান্ধা ডট নিউজ’র নজরে আসলে অসহায় এই মহিলার পরিবারের সদস্যদের জানানোর জন্য পত্রিকার মাধ্যমে তুলে ধরা হলো। যদি কেউ এই বৃদ্ধার পরিচয় জেনে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য অফিসার ইনচার্জ সুন্দরগঞ্জ থানা,গাইবান্ধা,মোবাঃ ০১৩২০১৩২৪২৮ নাম্বার দেওয়া হলো। বৃদ্ধা এই মহিলা বর্তমানে সুন্দরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি গাইবান্ধা /উপ-সম্পাদক,মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন)