কবিতা :
যোগ্যতা
মাহাবুর রহমান
মাপকাঠি দিয়ে যদি যোগ্যতা পেতে চাও,
প্রতিকূল পরিবেশে তবে তাকে নিয়ে যাও।
সুপ্ত প্রতিভা যত আছে মগজে,
বাঁচারই তাগিদে বের হবে সহজে।
প্রতিকূল পরিবেশে টিকে থাকে যারা ভাই,
তারাই তো যোগ্য তাতে কোনো নাই সংশয়।
যোগ্যতা নিয়ে কারো হয় না তো জন্ম,
যোগ্যতা গড়ে উঠে, সে করে যা কর্ম।
যোগ্যতা নয় কোন বাজারের পণ্য,
যোগ্যতা নির্ণয়ে চেহারাও খর্ব,
যোগ্যতা নির্ণয় করে না তো চর্ম,
যোগ্যতা অর্জনে করা লাগে কর্ম।
যোগ্য হলে কেউ একদিন ফুল হয়ে ফুটবে,
মৌ মৌ গন্ধের সুবাস পেতে ভ্রমরেরা ছুটবে।