কবিতা:
বিপ্লবী আত্মার চিৎকার
মোঃআহসান কাবির প্রধান
আজ অনেক দিন হলো মাথা ব্লাঙ্ক হয়না,
বিপ্লবী ফেরারি নিজেকে কমরেড ভাবেনা।
কষ্ট গুলোকে ভুলতে তার সাহায্য,
নাকি পথ আত্মহত্যা বিকল্প।
বিপ্লবী পিছন ফিরে বুকফাটা কান্না করে দিতো,
বেচারা উইড নিজে পুরে আমার দুঃখগুলো নিতো।
আমার চশমার একটা গ্লাস গেছে ফেটে,
ব্যাপার না ভালো লাগে কষ্ট সিজারে কেটে।
সময়টা আর বিপ্লবীকে সময় দেয়না,
ফেলুদার তোপসেকে নিয়ে হাটার সময় হয়না।
কার্ল মার্ক্স রাগ করে গেলো দুরে সরে,
দেউলিয়া আমি ভিতোরের বিপ্লবীকে হত্যা করে।
পোড়া সিদ্ধ রক্ত আর টগবগ করেনা,
সার্লোককে ওয়াটসন এর সান্তনা আর রোচেনা।
মার্ক টোয়েনের সমাধিতে কষ্ট কাটার শব্দ,
ভিতরে সারারাত চলে গোর্খির সাথে তর্ক।
কিশোর নকশালীটা হলো কারাগারে বন্দি,
কারন বাঘ আর মুর্খ হরিণটার হয়েছে সন্ধি।
বিপ্লবীটাও একটু পথভ্রষ্ট হলে হয়না মন্দ,
তাই বাঁশেরকেল্লায় ছড়িয়েছে তিতুর লাশের গন্ধ।