বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার ও ইয়াছিন আলীর অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত গাইবান্ধার গিদারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ” পথ নাট্য উৎসব” জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দ সহ ১২ফা দাবিতে-গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ পলাশবাড়ীতে কাজীর বিরুদ্ধে কাবিননামা জালিয়াতিসহ নারীকে শ্লীলতাহানির অভিযোগ  নীলফামারী দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদকবিরোধী আলোচনা সভা গাইবান্ধা জেলা পুলিশের ত্রৈমাসিক ম্যাগাজিন পুলিশ বার্তা’র মোড়ক উন্মোচন গাইবান্ধার সাদুল্যাপুরে অস্ত্রসহ সহ নজরুল নামে ১ ব্যাক্তিকে আটক করেছে ডিবি পুলিশ দুদকের উদ্যোগে পলাশবাড়ীতে আন্তঃজেলা স্কুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত  গাইবান্ধায় অংকুর ফাউন্ডেশন কর্তৃক মেডিকেল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান গাইবান্ধায় ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

শিশু আরিফুল হত্যা মামলায় পাঁচ আসামির আমৃত্যু কারাদণ্ড, খালাস দুই

পিয়ারুল ইসলাম, গাইবান্ধা
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিশু আরিফুল ইসলাম (১৩) হত্যা মামলায় পাঁচ আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া আসামিরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট গ্রামের গোলজার রহমান খন্দকার তার ভাই সাহেব খন্দকার, একই গ্রামের হারুন খন্দকার, ফরিদুল ইসলাম খন্দকার ও জরিদুল ইসলাম খন্দকার।

এই মামলা থেকে খালাস পেয়েছেন আনোয়ারা বেগম ও হালিমা বেগম। তাদের সবার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকায়।

মামলার এজাহারে বলা হয়, নাকাইহাট গ্রামের বাকি মিয়ার সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল একই গ্রামের মছির উদ্দিন ও তার স্বজনদের। এরই জেরে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি বাকি মিয়ার ছেলে শিশু আরিফুলকে একা পেয়ে প্রতিপক্ষরা মারপিট করে। পরে চিকিৎধীন ঢাকা মেডিকেলে মারা যায় শিশুটি।

এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ থানায় সাত জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের নানা জালাল উদ্দিন।

আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। মৃত্যু না হওয়া পর্যন্ত তারা কারাভোগ করবেন।

একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দুই আসামিকে খালাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৪৭ অপরাহ্ণ
  • ২০:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102