গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিশু আরিফুল ইসলাম (১৩) হত্যা মামলায় পাঁচ আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
বুধবার দুপুরে জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া আসামিরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট গ্রামের গোলজার রহমান খন্দকার তার ভাই সাহেব খন্দকার, একই গ্রামের হারুন খন্দকার, ফরিদুল ইসলাম খন্দকার ও জরিদুল ইসলাম খন্দকার।
এই মামলা থেকে খালাস পেয়েছেন আনোয়ারা বেগম ও হালিমা বেগম। তাদের সবার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকায়।
মামলার এজাহারে বলা হয়, নাকাইহাট গ্রামের বাকি মিয়ার সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল একই গ্রামের মছির উদ্দিন ও তার স্বজনদের। এরই জেরে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি বাকি মিয়ার ছেলে শিশু আরিফুলকে একা পেয়ে প্রতিপক্ষরা মারপিট করে। পরে চিকিৎধীন ঢাকা মেডিকেলে মারা যায় শিশুটি।
এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ থানায় সাত জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের নানা জালাল উদ্দিন।
আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। মৃত্যু না হওয়া পর্যন্ত তারা কারাভোগ করবেন।
একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দুই আসামিকে খালাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।