বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন প্রতিটি জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের আমলে একটি মানুষ ও বিনা চিকিৎসায় মারা যায় নি।করোনা কালীন সময়ের সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার সকালে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
চিকিৎসকদের তিনি আরো বলেন সর্বোচ্চ আগ্রাধিকার দিয়ে মানুষকে সেবা দিতে হবে।সেবা প্রত্যাশীদের আন্তরিকতার সাথে সেবা প্রদান করবেন।চিকিৎসা নিতে এসে কোন রোগী যেন ফেরৎ না যায় সে দিকে লক্ষ রাখতে হবে।
এসময় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, মাননীয় সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী মাহিবুল হাসান মুকিত, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ছারাও সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।