গাইবান্ধা ০৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন ধর্মের নামে আগুন সন্ত্রাস নাসকতা বন্ধ করতে হবে।ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে ধর্ম প্রান মুসলামানদের রুখে দাড়াতে হবে।
৩১শে মার্চ বুধবার সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলেম ওলামাদের নিয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন বর্তমান সরকার কওমী মাদ্রাসার উন্নয়ন কল্পে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।পাশাপাশি প্রতিটি কাওমী মাদ্রাসায় একটি করে শহিদ মিনার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব, ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খান, সহ-সভাপতি আব্দুল জলিল, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় এমপি মহোদয়ের সাথে সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সদস্য মোঃ রফিকুল ইসলাম সাংবাদিক, এমপি মহোদয়ের ব্যাক্তিগত সহকারী মাহিবুল হাসান মুকিত সহ স্থানীয় নেত্রী বৃন্দ।