গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত মজিবর রহমানের বিরুদ্ধে
ঘুষ নিয়ে মিথ্যা মামলা দায়ের করায় রংপুর বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিলেন প্রেসক্লাব গাইবান্ধার নেতৃবৃন্দ
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মজিবর রহমানের বিরুদ্ধে আসামীর নিকট থেকে টাকা নিয়ে পেশাদার সাংবাদিকের নামে হয়রানী ও মিথ্যা মামলা দায়েরের ঘটনায় সুষ্ঠ তদন্ত চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রেসক্লাব গাইবান্ধার নেতৃবৃন্দ।
মার্চ রবিবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর হাতে এই স্মারকলিপি তুলে দেন প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে.এম. নেয়ামুল আহসান পামেল,যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেন,সাংবাদিক শাহজাহান সিরাজ,রিপন আকন্দ,ছালাম আশেকী,চিত্র সাংবাদিক রকি প্রমুখ।
উল্লেখ্য,গত ৭ মার্চ রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে শহরের থানা পাড়ায় একই পাড়ার সাখোয়াত হোসেন শেলী পৌর নির্বাচনের জের ধরে প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র গাইবান্ধা প্রতিনিধি খালেদ হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিক খালেদ হোসেন বাদী হয়ে পর দিন সদর থানায় অভিযুক্ত সাখোয়াত হোসেন শেলীর বিরুদ্ধে মামলা করেন। তার দুইদিন পর আসামী সাখোয়াত হোসেন শেলী পলাতক থাকা অবস্থায় তার স্ত্রীর মাধ্যমে সাংবাদিক খালেদ হোসেনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রেমূলক মিথ্যা মামলা দায়ের করেন। যা পরবর্তীতে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মো: মুজিবুর রহমান সাংবাদিক খালেদ হোসেনের নামে দায়ের করা মামলাটি মিথ্যা বলে সাংবাদিকদের নিকট স্বীকারও করেন।√#