জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশত বাষির্কীও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে গাইবান্ধায় বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজনে আলোচনা সভা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৬ মার্চ সদর উপজেলা ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নে পারবর্তীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোক্তাদির রহমান রোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.জাহিদুল ইসলাম সরদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডিএম মাসুদ রানা, বিষেশ অথিতি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির ত্রান এ শিল্প বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান বাবু, সুলভ মিয়া খাজা, আ. জলিল , সংগঠনের সমন্বয়ক কান্তি ভূষন প্রমুখ এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের পক্ষথেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।