বাংলাদেশের এক অনন্য অর্জনঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন উদযাপন উপলক্ষে গাইবান্ধায় দুদিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজনে রবিবার শহরের স্বাধীনতা প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খলিলুর রহমান।
জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন সভাপতিত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস উর্মি সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদেকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড গাইবান্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহমুদুল হক শাহজাদা।
এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেবুন নাহার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ রোখছানা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম সহ জেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি বেসরকারি অফিস সমূহের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা পূর্ববতী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি গাইবান্ধা/