উন্নত সমৃদ্ধির সোপান বাংলাদেশ। এতে করে বদলে যাবে বাংলাদেশ। বাংলাদেশকে আমরা বদলাতে চাই।বাংলাদেশকে বদলাতে হলে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের এক অনন্য অর্জনঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন উদযাপন উপলক্ষে গাইবান্ধায় রূপকল্প ২০৪১; উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসাবে গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন উপরোক্ত কথাগুলি বলেন।
তিনি আরো বলেন-২০৪১ সাল হলো সোনার বাংলা গড়ার মূলমন্ত্র। বাংলাদেশ ২০৪১ সালে হবে সোনার বাংলা। সোনার বাংলা তখনি হবে যখন দারিদ্র থাকবেনা।সোনার বাংলা তখনি হবে যখন দারিদ্র্য থাকবেনা। যখন মাথাপিছু আয় হবে ১৬ হাজার মার্কিন ডলার। ২০৪১ কিভাবে বাস্তবায়ন হবে। এটা একটা প্লান। যোগাযোগ ব্যবস্থা ছাড়া কখনো উন্নয়ন হয়না। আমাদের বাতিঘর রয়েছে। আর বাতিঘর হলো তারুণ্যের শক্তি বাংলাদেশ। আমরা তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ যাব। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন হয়েছি। সবার মধ্যে জাগ্রত বোধ আসতে হবে। সবাইকে আন্তরিক হতে হবে। তবেই ২০৪১ সালে যাওয়া সম্ভব।
গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজন রবিবার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গনে সকালে
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপ-সচিব) মোছাঃ রোখছানা বেগম সভাপতিত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাদুল্লাপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।
আলোচক হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সরকারি কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড.মোঃ ইসমাইল হোসেন, সুন্দরগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের উপাধাক্ষ্য নাসরিন সুলতানা রেখা।
আরো বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদেকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা ও পবিত্র কোরআন তেলওয়াত করেন গাইবান্ধা কালেক্টরেট জামে মসজিদ ইমাম নূর মোহাম্মদ হোসাইন।
বিডি গাইবান্ধা/