আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তরুন প্রজন্মের মাঝে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমে উদ্ধত করতে ভিবিডি- গাইবান্ধা জেলা এক ভিন্নধর্মী আয়োজন করে।
বছর ঘুরে আবার ফিরে এসেছে বাঙ্গালির সেই গৌরবের দিন।পৃথিবীর মানচিত্রে স্বাধীনতা জাতি হিসাবে উচু করে বাচঁতে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিলো ২৬শে মার্চে । বীরের জাতি হিসেবে আমাদের পূর্ণ হয়েছে গৌরবময় স্বাধীনতার ৫০তম বর্ষ। তাই আজ ২৬শে মার্চ স্বাধীনতার রঙে সকলকে রাঙাতে ভিবিডি-গাইবান্ধা জেলা “রঙ তুলির আচঁড়ে স্বাধীনতা” নামক ইভেন্টের উদ্দ্যোগ নেয়।
এই ইভেন্টে ভিবিডি গাইবান্ধা জেলার হলুদ সৈন্যরা তাদের শৈল্পিক হাতে রঙ তুলির ছোঁয়ায় স্বাধীনতার বর্ণিল রঙ ছড়িয়ে দিতে নির্ধারিত স্থানে মানুষের হাতে/গালে ২৬শে মার্চের প্রতীক অংকন করে দিয়েছিলো।যাতে সকলের মাঝে ৫০ তম স্বাধীনতা উদযাপনের আনন্দ হাজারও গুণ বেড়ে যায়।
নিজের তারুণ্যের উদ্দ্যমকে স্বাধীনতার রঙে রাঙিয়ে গাইবান্ধা জেলার ভলান্টিয়াররা সবার মাঝে ছড়িয়ে দেয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছে।