বঙ্গবন্ধুর ডাকে আপনারা মুক্তিযোদ্ধারা ৯ মাসে দেশ স্বাধীন করেছিলেন। পৌরসভার আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাইবান্ধায় জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি উপরোক্ত কথাগুলি বলেন।
তিনি আরো বলেন- মুক্তিযোদ্ধাদের কারনে পৃথিবীর মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশ পেয়েছি। আবার এই বাংলাদেশে যখন বঙ্গবন্ধু যখন ফিরে এল তখন উৎকন্ঠিত ছিলাম। ১০ জানুয়ারি ফিরে এলেন এই দেশ গড়বার। ১৯৭৫ সালের তখন থেকেই চক্রান্ত শুরু হয় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার। তখন থেকেই থেকে আমরা শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পাই৷ পরে বঙ্গবন্ধু সুযোগ্য কণ্যা শেখ হাসিনা দ্বিতীয় বারের মত রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তিনি দেশকে এগিয়ে নিয়ে যান। ২০০১ সালে চক্রান্তের কাছে পরাজিত হই। এরপর আবার অন্ধকারে ডুবে যাই। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসার পর আলোর মুখ দেখতে পাই৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে ছিল বলেই আজকে আমরা সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল রাষ্ট্রে মর্যাদা পেয়েছি। দেখানোর পথ ধরেই বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা এগিয়ে চলেছেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসলে আমরা বঙ্গবন্ধুকে উপলব্ধি করতে পারতাম না।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
গাইবান্ধা পৌর সভার মেয়র মোঃ মতলুবর রহমান সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহ শরিফুল ইসলাম বাবলু, আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পিয়ারুল ইসলাম। এ সময় পৌর সভার কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ক্রেস্ট, ফুলের ষ্টিক ও নগদ অর্থ দিয়ে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
সে সাথে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- শিল্পী সম্পা দেব।
বিডি গাইবান্ধা/