সারাদেশের ন্যায় গাইবান্ধায় করনার প্রকোপ দ্বিতীয় বারের মতো বৃদ্ধি পেয়েছে। এতে করে করনার প্রকোপ থেকে মানুষকে রক্ষার্থে জেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে মানুষকে সচেতন করতে বুধবার বিকালে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট ও পৌরপার্কে পথচারী ও রিক্সা চালককে সচেতনামূলক মাস্ক পড়িয়ে দেন গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার ও লোকমান হোসেন। এ সময় মুখে মাস্ক না থাকায় ১৮৬০ দণ্ডবিধির ২৬৯ ধারায় দুজন পথচারীকে ২ শ টাকা করে ৪শ টাকা এবং হকার্স মার্কেটে মূল্য তালিকা না থাকায় ফলের দোকান মশিউর দোকানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২শ টাকা, সবজি বিক্রেতা মেহেদী হাসান এর নিকট ২ হাজার টাকা, মুরগীর দোকান ১৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় পুলিশ সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার জানান- বাংলাদেশ সরকারের যেসব নির্দেশিত স্বাস্থ্যবিধি রয়েছে সেসব জেলা প্রশাসন উদ্দোগে মোবাইল কোর্ট চলমান শুরু হয়েছে। জেলা করনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক জনগনকে সচেতনতামুক কার্যক্রম অব্যাহত ও চলমান থাকবে। মানুষকে সচেতন করতে এই জরিমানা কার্যক্রম করা হয়।