জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ মার্চ জামালপুর ইউনিয়ন পরিষদে সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে মোঃ নুরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, সমিতির সভাপতি খন্দকার জিল্লুর রহমান ,সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহমুদুল হক মিলন,ডাঃ মনির হোসেন মুরাদ, নুরুজ্জামান মন্ডল,প্রমুখ। ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে ভীড় করেন রোগীরা । সবাইকে চিকিৎসা দিতে ডায়াবেটিক সমিতির ডাক্তার নিয়োজিত ছিলেন। এতে অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, মানুষের সেবায় সবসময় কাজ করছেন সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতি । তাই তার যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এই কার্যক্রম চালু থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করে পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।