স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের ৬ষ্ঠ দিন “আমার গ্রাম আমার শহর বিষয়ক” গাইবান্ধায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজনে সোমবার রাতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন সভাপতিত্বে ও সহকারী কমিশনার মৌমিতা গুহ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা মৎস্য অফিসার মোঃ আব্দুদ দাইয়ান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদার রহমান সরকার, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন সহ শিল্পকলা একাডেমী ফুলছড়ি উপজেলা শাখার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন, এনডিসি এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম,সিনিয়র সহকারী কমিশনার মমিনুর রহমান, সহকারী কমিশনার লোকমান হোসেন, শাহীন দেলোয়ার, জুয়েল মিয়া, ইফতেকার রহমান, শিল্পকলা একাডেমী গাইবান্ধার কালচারাল অফিসার আলমগীর কবির, সাংবাদিক সঞ্জয় সাহা সহ অনেকে।
উল্লেখ্য, আগামীকাল বুধবার গাইবান্ধার সমস্যা, সম্ভাবনা ও উত্তরণের উপায়” বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন- গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন- গাইবান্ধা সাদুল্লাপুর ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।
সভাপতিত্ব করবেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।
বিডি গাইবান্ধা/