গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ সংসদীয় আসনের সাংসদ সুন্দরগঞ্জ উপজেলার গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলেন।
গ্রামীণ উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ প্রশংসার দাবিদার কিন্তু চরাঞ্চলের কোটি বিঘা অনাবাদী জমি চাষযোগ্য করা সহ তাদেরকেও বিভিন্ন প্রকল্পের আওতায় আনা প্রয়োজন। এসব সুযোগ সুবিধার বাইরে থেকেও চরাঞ্চলের মানুষ পিছিয়ে নেই সেরকম একটি দৃশ্য চরাঞ্চলের ভুট্টা চাষের ছবিটি।
চরাঞ্চলের কোটি বিঘা জমি অনাবাদী।এই অনাবাদী জমিগুলো চাষযোগ্য করে তুলে কৃষকদের আগ্রহ ও উৎসাহ বাড়ালে চরাঞ্চলের মানুষরাও পিছিয়ে থাকবে না। উন্নত হবে তাদের জীবন মান,সমৃদ্ধি পাবে কৃষকরা,সমৃদ্ধশালী হবে দেশের অর্থনীতি।
বিডি গাইবান্ধা /উপ-সম্পাদক,মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন)