রংপুরে ২৬ দিনে ডাক্তার তৈরির কারখানা বিপিডিএ’র অনিয়ম-দূর্নীতির সংবাদ প্রচার করায় সময় সংবাদের বিশেষ প্রতিবেদক রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধার সাংবাদিক সমাজ।
সাংবাদিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিক গণসংহতি সমাবেশ থেকে এ দাবী জানান তারা। মঙ্গলবার সকালে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে অনুষ্ঠিত সাংবাদিক গণসংহতি সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু এবং সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সভাপতি গোবিন্দলাল দাশ। সমাবেশে আরো বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক নুরুজ্জামান প্রধান, দেশ টিভি ও কালেরকন্ঠের প্রতিনিধি সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, মানবজমিনের উত্তরাঞ্চল প্রধান ও মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার সিদ্দিক আলম দয়াল, ইনিডপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, ডিবিসি নিউজের প্রতিনিধি রিক্তু প্রসাদ, একুশে টেলিভিশনের আফরোজা লুনা, এস এ টিভির কায়ছার প্লাবন, গাইবান্ধা ডট নিউজের বার্তা প্রধান ও সময়ের আলোর প্রতিনিধি কায়ছার রহমান রোমেল, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, সাংবাদিক ও শিক্ষক নিয়ামুল আহসান পামেল, ফুলছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদুসহ অন্যরা। গাইবান্ধা ফটো এন্ড ভিডিও জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরাও সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান। সাংবাদিক গণসংহতি সমাবেশ সঞ্চালন করেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু।
এসময় বক্তারা, সংবাদ প্রকাশের পর মুখ রোচক মিথ্যা গল্প সাজিয়ে সংবাদ জগতের নক্ষত্র উত্তরের প্রান্তিক মানুষের কন্ঠস্বর রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দূর্নীতির কারখানা বিপিডিএ বন্ধ এবং কুশীলবদের শাস্তির দাবী জানান। তারা বলেন, কথায় কথায় সাংবাদিকদের নামে থানা কিংবা আদালতে মামলা দায়েরের আগে প্রথম সংশ্লিষ্ট গণমাধ্যমে অভিযোগ তারপর প্রয়োজনে প্রেস ইন্সটিটিউট, তথ্য কমিশনে অভিযোগের নিয়ম করতে হবে। একইসাথে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দূর্ঘটনার শিকার সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল সাংবাদিকদের জন্য সরকারীভাবে বীমা চালু করার দাবী জানান বক্তারা।