গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২২ মার্চ সোমবার বিকালে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার, মামুনুর রশিদ এএসআই সাইফুল-২, মুশফিকুর, ইসমাইল ও জাহিরুলদের এর সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি এলাকা হতে একাধিক মাদক মামলার আসামি রাসেল (৪২) কে ১’শ ৫ গ্রাম হেরোইন সহ আটক করে।
আটককূত রাসেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। রাসেল পৌরসভার বর্ধনকুঠি গ্রামের মৃত মছির উদ্দিন ছেলে।গোবিন্দগঞ্জের বায়ার্ন মিউনিখের খেলোয়ার । উদ্ধারকৃত হেরোইনের মূল্য অনুমান ৫ লক্ষ ২৫ হাজার টাকা। আসামি রাসেলের বিরুদ্ধে গাইবান্ধা আদালতে আরো ৬ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রাসেলের বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।